Posts

সি প্রোগ্রামিং ভাষা এবং লুপ

ধরো তোমার কাছে ১ থেকে ১০০ অবধি সংখ্যাগুলো আছে এবং তুমি চাইছো সবগুলি সংখ্যা যোগ করে যোগফল প্রকাশ করতে। তুমি যদি গনিতের ধারা Related অংক গুলি করতে পারো তাহলে তুমি খুব সহজে Just সূত্র বসিয়ে ফটাফট যোগফল বের করতে পারবে। কিন্তু তুমি যদি এই যোগফলের Math টি কম্পিউটারের মাধ্যমে করতে চাও তবে কি করতে হবে বলতো? মনে রাখতে হবে কম্পিউটার একটি বোকাবাক্স। কম্পিউটার ব্যবহার করে কিছু করতে গেলে, তোমাকে অবশ্যই কিছু নির্দেশনা দিতে হবে কম্পিউটারকে। যেমন তুমি তোমার কুকুর ছানাকে দিয়ে যদি একটি লাল বল কুড়িয়ে আনাতে চাও তাহলে অবশ্যই কুকুরছানাটিকে লাল বল চেনাতে হবে এবং এটিকে নির্দেশনা দিতে হবে যাতে ও বলটি কুড়িয়ে আনে, ঠিক তেমনি কম্পিউটারকে দিয়ে কোন কাজ করানোর জন্য তোমাকে কিছু নির্দেশনা দিতে হবে আর এই নির্দেশনাই হচ্ছে প্রোগ্রাম আর যেহেতু প্রোগ্রাম একটি মাধ্যম হিসেবে তোমার এবং কম্পিটারের মাঝে কাজ করছে তাই এটি একটি ভাষা। এই প্রোগ্রামিং ভাষার গুলির মধ্যে অন্যতম একটি ভাষা হচ্ছে "সি প্রোগ্রামিং ভাষা" এবং প্রোগ্রামিং ভাষাগুলির অনেক গুলি মৌলিক ব্যবহারিকের মধ্যে অন্যতম একটি মৌলিক ব্যবহারিক হচ্ছে "লুপ"। আ...